শূন্য মাঠ, শূন্য ঘাট, শূন্য আপনজন।
চূর্ণ করে পূর্ণ ঘরে, সুস্থ কয়েকজন!
শক্ত হাতে পোক্ত ঘাতে আজ করবো আঘাত,
যুদ্ধ করো মাস্ক পরো, এটাই বাঁচার হাত।
যদি, বলের মতো করোনা হতো করতাম বাউন্ডারি পার।
এ মহামারী তুই বাইরে থাক, করিস না বাড়াবাড়ি আর।