ভালোবাসা মানে নিজের কাছে আটকে রাখা নয়,
ভালোবাসা মানে চোখে চোখে রাখা নয়,
ভালোবাসা মানে পরিবেশের মানুষের সঙ্গে কথা বলতে দেওয়া নয়,
ভালোবাসা মানে তার প্রতি সন্দেহ বা সংকোচ বোধ নয়,
ভালোবাসা মানে সর্বদা যে কোনো মূল্যে কাছে পাওয়া নয়,
ভালোবাসা মানে মোহ বা দুর্বলতা নয়,
ভালোবাসা হল হৃদয়ের হৃদয়ের মিলন,
ভালোবাসা হল স্বতন্ত্র করে রাখা,
ভালোবাসা হল নিজের সত্তা অপরের মধ্যে খুঁজে পাওয়া,
ভালোবাসা হল অতল কষ্টের মধ্যে অফুরন্ত আনন্দ পাওয়া!
ভালোবাসা হল একটা পবিত্র, কোমল অনুভূতি!
এই অনুভূতি মনে ধরে রাখা যায়,
কিন্তু মানুষটিকে আটকে রাখা যায় না।
মনের মানুষকে কাছের পাওয়ার থেকে,
তাকে তার আনন্দে থাকতে দেওয়াটাই ভালোবাসা।


রচনাকাল -
নিজ বাসভবন,
১৬/০৬/২০২০
দুপুর - ০১:২৫