আমি তোমায় কিছু বলিনি
তুমিই আমায় বলেছিলে,
এইখানে থেকো -
আসবো.....
তারপর কেটে গেলো
কত অমানিশা,
বাদুঁড় পাল্টালো কতোবার
তার বাসা,
কিন্তু আমি রয়ে গেলাম এইখানেই।
অগো, সাগর খেলে গেলো কতোবার
তার খেলা,
পথ পাল্টালো কতো তার এরুপ,
কিন্তু তুমি এলেনা।
বারেকের তরে এলেনা গ হায়!
আসিলে দেখিতে তুমি -
কেমন পাল্টে গেছে
ডাইনের ঐ ঝাউ গাছটি ,
দখিনের আকাশি বাগটিও।
ঐযে আমাদের পদচিহ্নওয়ালা
নদীর কূলটি....সে এখন
বিলীন হয়ে  গেছে ;
তার বুকে এখন বেশুমার ঢেউ।
কিন্তু আমি ঠিক দাড়িঁয়ে  আছি।
কতোবার আমারে শালিকের দল
শুনায়ে গেলো ঘরছাড়া গান,
গাঙচিল কতোবার দেখালো
দূরদেশের চানঁ-
কিন্তু আমি নড়িনি গ।
ঠিক দাড়িঁয়ে  আছি,
দাড়িঁয়ে  আছি তুমি আসবে বলে-
তুমি আসবে বলে.....
আমি তোমায়  কিছু বলিনি
তুমিই আমায় বলেছিলে,
একদিন আসবে তুমি....