তুমি কি জানো সখি
শীত প্রান্তরে  হাটার মজা কতটুকু?
তুমি কি জানো সখি
অঘ্রাণের মাঠে শোয়ার মজা কতটুকু?
না জানিলে তবে এসো।
এই মাঠ-প্রান্তর আমারে রেখেছে ধরে
ভালবাসিবারে তরে।
ধান কাটতে কাটতে ক্লান্ত চাষা
হলুদ টেম্পু পোঁকাটির সাথে -
কথা কয়-
ফিরে চাইতে চাইতে নদী তার
আপন পথে বয় ;
তুমি কি দেখেছ সখি কভু
কুহেলীর নৃত্য খেলা?
তুমি কি শুনেছ সখি কভু
বাতাসের কথা বলা?
না শুনিলে তবে এসো।
এইখানে রহিয়াছি আমি
শুধু কথা কহিবারে তরে,
ভেনগাছ নুয়ে পড়ে
পৃথিবীর বুকে কাতরে।