দূর পিয়াসী বন্ধুরে
পিয়াসীতে আসিলা,
অন্তরেতে বসিয়া মোর
অন্তর কালা করিলা।
বুঝিনা তোর চলন বলন
বুঝিনা তোর চাহনি,
কি ভাবেতে আমায় মাতাও
কি ভাবেতে আপনি।
যেদিকেতে যাই এখন
দেখি শুধু তোমার রুপ,
যেদিকেতে তাকাই এখন
দেখি শুধু তোমারই রুপ।
অরুপেতে রুপের মাঝে
রুপের খেলা দেখাইলা।