কবে কোথায় হয়েছিল দেখা জানিনা
কেবল মনে পরে তার মুখখানি ।
দুটি কাজল কালো হরিণ চোখে
লুকানো কিছু না বলা কথা।
মনে হয় দুটি গোলাপ পাপড়ি মাঝে
অস্ফুটে ভেসে আছে মদির হাসি।
কেবল কানে বাজে তার কিঙ্কিণি ধ্বনি।
মনে হয় বুঝি বলে “আমি এখানে”।
কেহ বুঝি দূর থেকে দেয় ডাক প্রিয় বলে।
জানি না সে কে বা আছে কোথায়
বারংবার তা ছবি ভেসে ওঠে মনের গভীরে।
শুনি তার পদধ্বনি আমার অন্তরে।
সেই বুঝি আমার বহু পরিচিতা, অনামিকা।।