চিরশত্রু
সন্ধ্যাকালে যখন ছিলেম ঘরের মাঝে একা।
এলে তুমি আমার ঘরে, পেলাম তোমার দেখা।।
তোমার ডাকে দিয়ে সাড়া ধরতে যখন যাই।
ফাঁকি দিয়ে যাও গো সরে ধরতে নাহি পাই।।
সুগন্ধেতে মন ভোলাতে ধূপটি দিলেম জ্বেলে।
লুকিয়ে থাকো কোথায় তুমি, দেখা নাহি মেলে।।
রাতেরবেলা বিছানাতে গেলাম শুতে আমি।
আঁধার রাতে শোনালে গান, গালেতে দাও চুমি।।
হাত বাড়িয়ে খুঁজি তোমায়, স্পর্শ নাহি মেলে।
লুকোচুরি খেলে আমায় হারিয়ে তুমি দিলে।।
সারাটি রাত করলে আদর আমায় ঘুরে ফিরে।
কানের কাছে গুনগুনিয়ে ঘুম পারালে মোরে।।
ঘুমের মাঝেই অনুভবি তোমার ভালোবাসা।
জড়িয়ে তোমায় ধরার লাগি মনে জাগে আশা।
রাত্রি জাগার ক্লান্তি নিয়ে ভোরের বেলা শেষে।
এলিয়ে দিলে শরীরখানি আমার পাশে এসে।।
সহস্রাক্ষী তন্বীদেহি তীক্ষ্ণশুণ্ডধারী।
পক্ষীকুলে জন্ম তব, রক্ত শোষণকারী।।
সকাল হলে দিলে ধরা, পুড়ল মনের আশা।
তুমি আমার চিরশত্রু, অ্যানোফিলিস মশা।।