পাণ্ডুলিপি


বিদায় ক্ষণে পিছু ডেকে দিলে সে বাধা
সামনে এসে করল ছোট্ট একটা প্রণাম।
নতমুখে জানালে আবার এসো ফিরে।
হয়নি কোন জবাব দেওয়া,
জানিনা আবার কবে হবে দেখা।
আমন্ত্রণ পেলাম সঙ্গীত জলসার,
প্রধান শিল্পী হিসাবে শোনালে সে
মন ছোঁয়া কিছু ভালোবাসার গান।
কোথায় সুরে ফুটে উঠেছে কবির অন্তরের ব্যথা।
খোঁজ করে জানলাম কবি অখ্যাত কেউ।
হারিয়ে গেল সেদিনের সেই শিল্পী
প্রকাশক জানালেন পাণ্ডুলিপি গেছে চুরি।।


                                 শঙ্কর রুদ্র