পুষি


মামার বাড়ির ছোট্ট পুষি,
লম্ফে ঝম্পে বেজায় খুশি
দুধের বাটি দেখলে পরে
                       চোখ বুজে কয় ম্যাঁও।
ইঁদুর ছানা দৌড়ে বেড়ায়
পুষি যেন দেখতে না পায়
ধরবে বলে খাটের তলায়
                       তাক করে রয় তাও।।
বসলে খেতে বসবে পাশে
চোখটি বুজে ধ্যানীর বেশে
খাওয়ার শেষে ছুটবে সোজা
                        ওই কুয়ো তলায়।
আমের বনে লিচু তলায়
সারাটি দিন দৌড়ে বেড়ায়
সন্ধ্যে হলেই ঢুকবে এসে
                         নন্দুমামার লেপের তলায়।।
মাছের কাঁটা দুধের বাটি
খুকুর সাথে হুটোপুটি
এসব দেখে যেমনি আমি
                        ধমকে বলি যাও।
আনন্দেতে লাফিয়ে ওঠে
এদিক থেকে ওদিক ছোটে
কার্নিশেতে শুয়ে পরে
                        আহ্লাদে কয় অ্যাঁয়ও।।
পড়াশুনায় নেইকো মতি
লাফালাফি ছুটোছুটি
ধরতে গেলেই উপর থেকে
                        এক লাফেতে ঝুপ।
অন্য বেড়াল দেখলে পরে
মারামারি ঝগড়া করে
বাঘার ডাকটি কানে গেলেই
                       এক্কেবারে চুপ।।
                                            
                                           শঙ্কর রুদ্র