সাত সকালে নদীর ঘাটে বাই যে আমার তরী।
সারাটি দিন জলের বুকে এপার অপার করি।।
জোয়ার কিম্বা ভাটার টানে ধরি নায়ের দাঁড়ি।
ঝড় ঝঞ্ঝা তুফান মাঝে সাবধানে পাড় করি।।
পাড় করেছি ছেলে-মেয়ে বাচ্চা বুড়ো-বুড়ি।
দিনের শেষে হিসাব কষি পাইনি কানা কড়ি।।
সাঁঝের কালে খেয়ার ঘাটে বাঁধি আপন তরী।
শূন্য হাতে খুশি মনে ভাড়ার ঘরে ফিরি।।
ছিদ্র আজি নায়ের বুকে, ছিঁড়ছে তরীর পালে।
প্রভুর নামে ভাসাই তরী বদর বদর বলে।।
প্রভু যেদিন নিজের ঘরে নিয়ে দেবেন পাড়ি।
নদীর বুকে যাবে ভেসে আমার শূন্য তরী।।