মৃত্যুর কাছে যেতে  আরো একটা জন্মদিন পার করেছি
বাস্তব জীবন সম্পর্কে কতটুকুই বা জানতে পেরেছি
বুঝেছি শুধু এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়
স্বার্থপর পৃথিবীতে জন্মদাতা বাবা মা অনেক দুরের হয়
হ্যাঁ, আমিও মনে মনে অনেক স্বার্থপর হতে শিখেছি
সময়ে অসময়ে নিজেকে ব্যাবহার হতে দেখেছি
চায়নি আমিও পাশের ছেলেটার পরীক্ষা ভালো হোক
প্রতিদ্বন্দ্বিতার মাঝে নেমে আসে গোপন শোক
উপকারে অনেক সম্মান পেয়েছি, প্রসংশায় পঞ্চমুখ
জীবনে সবার নয়ন মনি এটাই অনেক বড়ো সুখ
যেদিন আমি উপকারের সামর্থ্য হারিয়ে ফেলেছি
সেদিন আমি বদমাশ খারাপ ছেলের তকমা পেয়েছি
আজকের দিনে দাঁড়িয়ে আমি খুব স্বার্থপর মানুষ
মনের ভিতর থেকে আলাদা করেছি মান আর হুঁশ
সবকিছুর প্রতিদানে আমি কি পাবো সেটা দেখি আগে
শিক্ষকের সাথে ভাব জমানো ছেলেটা বেশি নাম্বার পায়
তখন বুকে খুব লাগে
দামি উপহার দিতে পারব না বলে নিমন্ত্রন পত্রে নাম নেই
আজ কেউ টাকা চাইলে হতাশ করেছি, বলেছি টাকা নেই
আজকের দিনে অসহায় মানুষকে ২টাকা ভিক্ষা দিয়েছি
প্রতিদানে ২০টাকা ভগবানের কাছে প্রার্থনা করেছি
হ্যাঁ, আমিও মনে মনে কারোর ভালো চাইনি
আমার খুসিতে অন্যের মুখে হাসি খুঁজে আমি পাইনি
জানি আমি ব্যর্থ হয়েছি, খারাপ হয়েছি সবার কাছে
হার মেনেছে আমার কবিতা নিষ্ঠুর বাস্তবের কাছে ।।