আকাশ যখন মুক্ত হাওয়ায় করছে খেলা
মন খুলে উড়িয়ে দাও দুঃখের সেই বেলা
এখন শুধু পাবে ছল-চাতুরী আর মুখে হাসি
চারিদিকে শুধু মধুর সুরে নকল সব বাঁশি
পাল্টে ফেলো চরিত্র আর কোমল মনের স্বভাব
গড়ে উঠুক কঠিন ইতিবাচক মনোভাব
নকল রুপের মুখোশ পরে ফেলছে যত প্রভাব
সবার মাঝে আজ মূল্যবোধের খুব অভাব
ভাবতে হবে আমি কি করতে পারিনি?
আমার কি ক্ষমতা? আমি এখনও হারিনি
অন্যের সুখ নিজের কাছে কেন বিষ লাগে?
আমি দুঃখী কেন ভাবতে হবে সবার আগে
আজ তুমি হেরে গেছো, জিতবে তুমি কাল
মনকে করো শক্ত, পাল্টে ফেলো নিজেকে
সেদিনের কাঠি করা মানুষ গুলো ছিঁড়বে বা...
যারা আজ তোমাকে নিয়ে করছে হাসা হাসি
লক্ষ্য রাখো সাফল্যের আকাশ ছোঁয়ার
একদিন তারাও চেষ্টা করবে থাকার তোমার পাশাপাশি  
পাল্টে ফেলো চরিত্র আর কোমল মনের স্বভাব
গড়ে উঠুক কঠিন ইতিবাচক মনোভাব ।।