মনের গভীরে আজ ও পথ খুঁজে মরে স্বাধীনতা
স্বাধীনতা মানে কি শুধু মানচিত্র আর সবুজ পাতা?
বহু মানুষের রক্তে ভেজা ভারত আমার দেশ
নানা যাতি, নানা ধর্ম, নানা বৈচিত্রে ভরা আমাদের দেশ
এক স্বাধীনতার জন্য কত করুন আর্তনাদ  
আজ ও কত সৈনিক জীবন দিচ্ছে, তবুও নেই কোন বিষাদ
নেতাজী, গান্ধীজি, ভগত সিং এর মত কত মানুষ রক্ত দিয়ে,
তিল তিল করে তৈরি করা আমাদের ভারত দেশ
কোথাও মাইনাস কুড়ি, কোথাও চল্লিশ ছুচ্ছে পারদ,
ক্লান্তি হীন পাহারায়, খাকি পোশাকের আমাদের সেনা
আমাদের স্বার্থে সীমানার সুরক্ষায় জেগে ভারতীয় সেনা
তাই আমাদের সব উৎসবে মগ্ন হয়ে সুখের দিন গোনা
আজ এত বছর হয়ে গেল আমাদের পাওয়া স্বাধীনতা
ডাস্টবিনে কন্যা ভ্রূণ,নারী নির্যাতক, ধর্ষন এগুলি কোন স্বাধীনতা?
ক্ষমতার জোরে পায়ের নিচে টেনে আনা মানুষের আস
স্বাধীনতা পেয়ে পরাধীনতার জীবন করছে আসফাস
নিজের জীবনের বাজি রেখে, দিচ্ছে আমাদের সুখের ঘুম
তাদেরকে রাখছে পায়ের নিচে উচ্চ পদস্থ লোক, কাড়ছে ঘুম
মুখে বলি জয় হিন্দ, অথচ সত কর্মে পায় যত কুরুচি আর অসম্মান
স্বাধীন দেশে কবে পাবে যোগ্য মানুষের যোগ্য সম্মান?