তুমি নিজে নিজের কষ্টের মাঝে খুঁজে নিয়েছ সুখ পাখি
তোমাকে ভালোবেসে মনের অসুখে জলে ভরেছে আঁখি
আজ ও ঠিক বুঝিনি এটা তোমার দায়িত্ব নাকি ভালোবাসা
দিন দিন বাড়িয়ে দিচ্ছে আমার মনের খিদে মনের আশা  
তোমার সাথে  কাটানো সময় মনের অনেক শান্তি পেয়েছে
মহাকাশের মত এই জীবনে সমুদ্র থাকতেও
এক বিন্দু জল আমার তেষ্টা হয়ে উঠেছে
শিকলের বাঁধনে বাঁধিনি তোমার পায়ে
কখনো আঁচড় লাগতে দেবনা তোমার গায়ে
যদি কখনো বলো তোমার মৃত্যু সবার সুখ
তবে বার বার পেতে চায় নরক যন্ত্রনা বাঁধা সুখ
এত সাধনার পর কাছে পেলাম তোমাকে
তোমাকে হারাতে পারবো না কোন কিছুর বিনিময়ে
বুক চাপড়ে কখনো বলতে ইচ্ছা করে আমি ভালোবাসি
তোমাকে পেলে সুখ পাওয়ার লোভে ছুটে চলে আসি
তোমার ভালোবাসা দিয়ে এত কিছু সুখ দিয়েছ
কষ্টের সময় কান্না লুকাতে বুকে আশ্রয় দিয়েছ                        
জানিনা আর কিভাবে কষ্টের সুখ নিয়ে তোমার বর্ণনা দেব
এই ভালোবাসার ভবিষ্যত আমার কি?
ভগবানের কাছে জানতে ইচ্ছা করে জীবনে আমি কি পাব?
সুখের চাদরে মোড়া বুকটা পাবো, কিন্তু ভবিষ্যত কি জানিনি
টাকা সোনা হীরে পাওয়ার লোভটাও মনে আনিনি
আমি ও জানি তোমার মনের অজানা কথার শ্রোতা আমি
ভালোবাসার মাঝ সমুদ্রে মাঝি বিহীন নৌকা আমি ।।