পথ চলতে চলতে জীবনে সন্ধ্যা এলো নেমে
জানিনা জীবনটা কবে যাবে থেমে
আরো আমাকে অনেক পথ যেতে হবে
জানা নেই শেষ গন্তব্যে পৌঁছাব কবে ?
জীবনে প্রাতঃ কালে অবহেলা করেছি আমি
হয়ত পথের ধুলায় কাটাতে হবে আগামী
অজানা চিন্তায় অচেতন হয়ে রাতভোর জাগি
কবিতার মাঝে নিজেকে নিয়ে ভাবি
নিদ্রাহীন রাতে বিচিত্র স্বপ্নের আনাগোনা
রাতের একাকী নিরব সঙ্গী কেউ আর হবেনা
জীবনের পথ আর এই পথিকের নয়
জীবনের পথ চিরকাল আমাকে চালায়
ছোট্ট শিল্পী হয়ে চেষ্টা সবার হৃদয় ভরাতে
জীবনটা দাঁড়িয়ে আছে ধারালো করাতে।।