চাকরি পাওয়ার আশায় জীবন করছি পার
বেকারত্বের জ্বালায় জীবন হচ্ছে ছারখার
চাকরি নেই শহরের বুকে, মনটা ভরা অশান্তিতে
খিটির মিটির ঝগড়া ঘুম নেই শান্তিতে
সরকারি হোক বা বেসরকারী প্রতিষ্ঠান
জীবন যুদ্ধে বাঁচার জন্য চাই বাসস্থান
চারিদিকে শুধু হাহাকার, চাকরি নাহি মেলে
চাকরির অপেক্ষায় কত শিক্ষিত বেকার ছেলে
লাল নীল সবুজ রঙের পতাকা টানিয়ে
চাকরি দেবে বলে, দিচ্ছ বোকা বানিয়ে
দিনে দিনে শিল্প বাণিজ্য সব হচ্ছে নষ্ট
নোংরা রাজনীতিতে বেকারদের হচ্ছে কষ্ট
বেড়ে উঠুক কারখানা, ঘুচে যাক বেকারত্ব
এই সুন্দর ধমনীতে বেঁচে থাক মনুষত্ব।।