বৃষ্টি শেষে আকাশের মন থাকে চনমনে
অবুঝ হৃদয় হারিয়ে যায় শিউলি কাশ বনে
আসছে পূজো, আসছে দূর্গা, ফিরে আসুক সুখ
পূজোর রঙ উঠুক ঝলমলিয়ে,
চলে যাক মনের সব অসুখ
সকাল বেলায় শিউলি ফুলের মিষ্টি গন্ধ
পূজোর দিন গুলিতে নতুন জামার আনন্দ
সব দুঃখ ভুলে যত ভালোবাসার ছন্দ
সকাল হলে শিশির ভেজা কাশ ফুল
রোদের আলোয় ঝিকিমিকি করে ঘাস ফুল
পূজো মানে অফিস কাছারি সব ভুলে
আগে দিতাম বই খাতা সব সিকেই তুলে
মা দূর্গা তোমার জন্য থাকে লম্বা ছুটি
পূজোর আলোয় এখনো খায় লুটোপুটি
রাত জেগে সব দল বেঁধে পূজা মন্ডপে
অষ্টমীতে হারিয়ে যায় পূজোর অঞ্জলিতে
মন মেতে উঠে রাস্তার হরেক রকম খাবারে
পূজোর কটা দিন সবাই সুখে থাক আহারে
নবমীতে মাংস ইলিস, এখনি জিভে এলো জল
মা যাবে চলে, ভাবলে চোখ করে ছল ছল
দশমীতে সব ভুলে দেখি সিঁদুর খেলা
মিষ্টি মুখে দেব বিদায় শেষ হলে বেলা
মা তুমি প্রতি বছর এসো সবার ঘর আলো করে
সবার পূজো কাটুক ভালো, হারিয়ে যাক সুখের আদরে।