হলুদ পাতা গুলোকে ডাক দেয় ধূসর রং যেমন ভাবে,
সবুজ পাতাদের ডাক দেয় হলুদ রং তেমনভাবে ।
ঝড়ো হাওয়ায় উড়ে যাবে একদিন এই ধূসর পাতা,
সবুজ থেকে ধূসর, এতো বিধির বিধানের লেখা ।
বিদ্রোহী মন আওয়াজ তুলে বলে “সবুজ থাকতে চায়“,
মধ্য বয়সের হলুদ হয়ে যাওয়া শরীরটা এখনো
কফি হাউজের সেই আড্ডাটা ফিরে পেতে চায় ।
উৎসবের আনন্দে সবুজ মন মেতে ওঠে খুশির আনন্দে,
হলুদ থেকে ধূসর জীবনের পথে সবুজটা হারিয়ে গেছে।
সবুজ থেকে ধূসরের পথে অনেকটাই আজ এগিয়ে গেছি
ছোট বেলার প্রিয় খেলনা গুলোকে আজ হারিয়ে ফেলেছি।
হয়তো এরপর কোনদিন ধূসর হয়ে মাটিতে পড়ে থাকবো,
সবুজটা আর আসবেনা জীবনে ফিরে , শুধু কল্পনাতেই আঁকবো ।
পরিবার আর বাস্তব জীবনে নিয়তি দেয়নি কোন ছাড়,
দুপুর গড়িয়ে সন্ধ্যা হল, এরপর  জীবনে শুধুই অন্ধকার ।।