খোকা গেছে ভূতের বাড়ি



          -সুব্রত চৌধুরী



ভূতের নাকি বাড়ি আছে বনের ভেতর অই


গ্রামটা জুড়ে তাই না নিয়ে কী যে হইচই,



ভূতের বাড়ি দেখতে খোকা যেই ঢুকেছে বনে


ফিসফিসিয়ে বলছে কথা কে যেন কার সনে,



ভয়ে খোকার লোম যে খাড়া, বন্ধ মুখের রা


পা জোড়া তার যায় যে থেমে, মুখ হয়ে যায় হা,



হঠাৎ দেখে আসছে ছুটে ছিপছিপে এক ভূত


সামনে এসে বললো যে, সে মামদো ভূতের পুত,



ভূতের বাড়ি এলে খোকা, তোমায় স্বাগতম


তুমি খোকা বীর বাহাদুর? ভয়-ডরটা কম?



বীরের দেশে জন্ম খোকার,ভয় পেলে কী চলে


ভূত-পেত্নি এসব খোকা দু’পায়ে যে দলে,



বুক চিতিয়ে শুধোয় খোকা, ‘বাংলা মায়ের ছেলে


ঘাড় মটকাই হর-হামেশা ভূতের দেখা পেলে,



খোকার সাহস দেখে ভূত ভয় পেলো যে খুব


ফিসফিসানি বন্ধ সবার, রইলো সবাই চুপ,



হো হো হো হাসে খোকা, ভূত পেয়েছে ভয়


লেজ গুটিয়ে পালায় ভূত, খোকার হলো জয় ।।