সন্তান হতে চাই নি আমি,
মা-বাবার কষ্ট হবে বলে
ভাই হতে চাই নি,
দিদি লজ্জা পাবে বলে
আমি দাদা হতে চাই নি,
ভাই রেগে গিয়ে ঘর ছেড়ে চলে যাবে বলে
কারো আত্নীয় আমি হতে চাই নি
তারা মুখ লুকোবে বলে
এমনকি আমি কারও বন্ধুও হতে চাই নি
তারা মুখ ফিরিয়ে নেবে বলে
স্ত্রীর অহঙ্কার হতে পারবো না বলে
আমি স্বামী হতে চাই নি কখনো
শুধু চেয়েছিলাম
চেয়েছিলাম শুধু, বাবা হতে
এক মেয়ের বাবা,
ক্ষনিকের জন্যে হলেও
একবারই হোক,
সে আমাকে 'বাবা' বলে ডাকুক


আমি খুশি খুশি ফাঁসির দড়ি গলায় পড়ে নেবো  ।।