- আচ্ছা, আমাদের জীবন --- মানে এই যে নিঃশ্বাস --- বেঁচে থাকা
- 'হঠাৎ এমন কথা ?'
- না মানে, এই যে বেঁচে থাকা -- কিরকম ?
যেন নির্ভয়ে, নিশ্চিন্তে
দিন কাটাচ্ছি রাত কাটাচ্ছি --- অচেনা অজানা কোন গভীর জঙ্গলে...
না জানে কোন্ শ্বাপদ ঘাপটি মেরে কোন্ অন্ধকারে !
আমি যাই ঘাম ঝরাতে-
কাঠ কাটতে, ফল পারতে
শিকারের খোঁজে
তুমি আগুন জ্বালাও আগুন নেভেও
যাও ফুল কুড়তে
চুলেতে আঙুল --- কপালে দিলে ছোট্ট একটা টিপ  
তুমি আয়না হাতে….


এমন কি নয়, এ জীবন ?
আমাদের বেঁচে থাকা --- এ পৃথিবীতে ?