ধরে রাখতে পারে না আর ছেলেপুলেগুলো,
চোখের জল ।

না, আর বসে থাকা যায় না
তার অপেক্ষায় -

এই বলে মা
কি যেন একটা - বুকের ভেতর থেকে
তুলে এনে
ছেড়ে দিল গরম চাটুতে…

স্বপ্ন দেখলাম । ভোরবেলায়
স্বপ্ন দেখেছিলাম ।
...আর আমরা, ভাইবোনেরা সবাই
শূন্য থালা উপরে তুলে হাতে - আনন্দে
চিৎকার করে উঠলাম, একসাথে ।