মাতৃ জঠরে রাত্রি অন্তে
দিন-রাত্রি এ সুদীর্ঘ ভ্রমন...


যদিও তুমি শিশু
শুধু আকারে বাড়বে
অজান্তে ধরে থাকো যে হাত
যাকে ছাড়া চলে না তোমার একমুহুর্ত
সে জীবধরা
দাঁড়িয়ে থাকো আর পিছিয়ে যাও  
ফুসলিয়ে নিয়ে যাবে ঠিক তার প্রভুর কাছে
মৃত্যু সূর্যের প্রভু ।