সে মানুষ ছিল না
অবলা এক জীব
শহরের পথে পথে ঘুরতে ঘুরতে
ক্লান্ত ; ক্ষুধার্ত
আর হ্যাঁ, সে ভালবাসার কাঙাল ছিল
মানুষকে বিশ্বাস করেছিল
এগিয়ে গিয়েছিল আদরে আহ্লাদীত হতে
তাদের দেওয়া খাবার খেতে তাঁর কোন সংশয় হয় নি  
মস্কোর শীতের রাত ; আলিশান ঘর
উষ্ণ নরম বিছানা
সে ঘুমিয়ে পড়েছিল
বুঝত সে খুব আদরের

তাই মহানন্দে নাচতে নাচতে সেদিন সে উঠেছিল সেই যানে
নির্দ্বিধায় উঠে পড়েছিল  


তারপরের ঘটনা ইতিহাস , সবাই জানেন  
মহাশূন্যের পথে ঘুরেছিল বেশ কয়েকদিন
জীবিত এবং মৃত
তারপর ফেরা


বেচারি আজও ঘুরে চলেছে পৃথিবীর মাটি হয়ে
অবলা এক জীব
যে মানুষকে বিশ্বাস করেছিল  ।।