ফুলবনে'র ওপ্রান্তে দাঁড়িয়ে
দাদা একবার ডেকেছিল
বাড়ি না ফিরে, স্কুলড্রেসেই নেমেছিলাম খেলার মাঠে


দৌড়েছিলাম  
দুরু দুরু বুকে দীর্ঘ সেই মাঠের এপ্রান্ত থেকে অস্তমিত সূর্যের দিকে…


আর তারপর সে সূর্য দেখা দিয়েছে আবার
এবং বারবার  


এখন আমি পঞ্চাশ - সুস্থ এবং সবল
কমপ্লেক্সের একই বিল্ডিং-এ আমি সাতে, দাদা দশতলায়
কখনও দাদা ডাকলে,
লিফটে উঠতে উঠতে মনকে প্রশ্ন করি,


এ পথ এত দীর্ঘ কেন?...সেদিনের থেকেও?