গ্ৰামের বাইরে সে পা রাখে নি কোনদিন
ছোট্ট সেই গ্ৰামেই তার হাত পা, শরীর
গ্ৰাম-ই তার পৃথিবী
তবে স্বপ্ন ছিল বিশ্বভ্রমণ
এবং তা তাকে করতেই হবে


বাতাস হওয়ার গল্প অনেক পরে
তার আগে অনাহার অপুষ্টির হাত ধরে
সে প্রথমে মাটি হয়েছিল
মাটি মাটিকে চায়


মাটিই পরিচয় করালো তাকে জলের সাথে
বাতাসের কথা নয় আজ থাক


প্রথমে এক অচেনা জলাশয়ে
জল মাটি বাতাস হয়ে সে পড়ল
গ্ৰামের হলে সে নিখাদ চিনত


তারপর আর কি
খালবিল নদী নালা হয়ে সে মিশল একেবারে সাগরে
বুকে করে রাখল তাকে সাগর


সেই থেকে বিশ্বভ্রমণ সে করেই চলেছে  ।।