হে জাদুকরী ...
আর তুমি অস্পষ্ট থেকোনা
এবার প্রকট হও|
তুমি কি ভেবেছ কোনদিন
কেন  আমি স্বপ্ন দেখি ?
কৃষ্ণ চূড়ার লাল আগুন
কেন আমাকে টানে ?
রাধাচূড়ার হলুদ শিখায়
কেন আমি পুড়ি?
ভোরের কেতকী ফুলের গন্ধে
কেন আমি দিশাহারা হই ?
শরতের চকচকে নীল আকাশে
কেন আমি হারিয়ে যাই ?
সুগভীর সরোবরের টলটলে জলে
কেন আমি তলিয়ে যাই ?
কালচে সবুজ অরণ্যে
কেন আমি মিলিয়ে যাই ?


আমি দেখেছি কৃষ্ণচুড়ার
লাল আগুন ..তোমার অধরে |
আমি দেখেছি রাধাচূড়ার
হলুদ শিখা তোমার অঙ্গে |
আমি অঘ্রান করেছি
কেতকী ফুলের অবশ করা গন্ধ তোমার চুলে |
শরতের আকাশের নীল রং
আমি দেখেছি তোমার শিরা  উপশিরাতে |
টলটলে জলে ভরা সরোবর
সেতো দেখেছি তোমার দুচোখে |
কালচে সবুজ অরণ্য
সেটা তোমার মন |
কত শত বার দেখেছি কেবলই
ছুঁতে পারিনি একটিবার ও |
এবার বলতো তুমি
কেন আমি স্বপ্ন দেখি ...পুড়ি ...হারিয়ে যাই ...দিশেহারা হই?            ............সুব্রত