বিবর্ণ জীবনে জরোদ্গবের ডিম্ পেড়ে কি লাভ ?
তার চেয়ে বরং খালের ধারে বসে
খোলসে মাছের ঘাই দেখা-তে অনেক সুখ |
আজ যদি বলি তোমার জ্যামিতির সম্পাদ্য
আমি সমাধান করেছি
তখন তোমার তাচ্ছিল্যের হাসি দেখার চেয়ে
চোখে কাপড় ঢেকে শুয়ে থাকা অনেক ভালো|
অনুভূতিতে আজ ছিয়াত্তরের মন্বন্তর
অনন্যপায় আমি তাই মোনালিসাকে দেখতে গিয়ে
দেখি তোমার হিসাব নেওয়া হাসি |
হায়রে জরোদ্গব ! ডিম্ পেড়ে কি লাভ ?
কেমন যেন চারপাশটা আর দেশটা
যা হচ্ছে --তাই ই হচ্ছে --হচ্ছে তো হচ্ছে ই
না আছে তাপ,না আছে উত্তাপ
বলি হচ্ছে টা কি ?
হোকনা একটা জলোচ্ছাস
বা ধূমকেতুর সংঘাত
যদি কেউ নড়েচড়ে বসে |
হায়রে ...আরতো পারিনা  
এই  জরোদ্গবের জীবন যাপন !