তন্দ্রাছন্ন রাতে তুমি যখন
সামনে এসে দাঁড়াও
আমি যেন কেমন
অবশ হয়ে পড়ি|
তোমার চুল থেকে
ভোরের কেতকী ফুলের
ঝিম ধরানো গন্ধ
প্রাণ ভরে অঘ্রান করি |
তোমার স্বপ্নালু চোখে
আমি হারিয়ে যাই |
আমার সমস্ত অস্তিত্ব
তোমাতে বিলীন হয়ে যায়|
আমার ইচ্ছা করে
তোমার পাশে বসে
মায়াময় ধুসর আকাশে
কালপুরুষ দেখি |
তোমার শরীরের পেলবতা
আমাকে ছুয়ে ছুয়ে যায় ,
কি এক স্বপ্নিল আবেশে
দিশেহারা আমি তোমাকে
দুচোখ ভরে দেখি
ত্রয়োদশী চাঁদের মোহময় আলোতে |