তুই আর আসিস না আমার কাছে
আমি তোকে মানতে পারিনি


শুধু জানতে চেয়েছিলাম আমি
তোর ছলছাতুরির কারন ?
ভালোবাসা নাই বা হল আদিখ্যতা।
কাছে আসার কারন ?
কোন উত্তর পাইনি...


কতগুলো রাত পর পর জাগলে
পরীক্ষা এ ফল খারাপ করলে
তুই উত্তর দিতিস বল?
তুই রাগ করেছিস বলে
আর আমার অনুশুচনা তার কথা?


তোর জগত এখন সুদূরপ্রসারী
সাদা চামড়া তোর পরিজন
বঙ্গ ভূমি পেরিএ সুখী তুই আজকাল
যদিও বায়স্কোপ এর মত আমি নই কাতর
না আমি তোকে হারিএ মৃত
তোর জন্য শব্দ ব্যয় করছি শুধু
তার মানে খালি তুই আমাতে আজও কিছুটা জীবিত


আমি বেতন পাই, খাই দাই
দিন গুল বেঁচে বেঁচে কাটাই
তার মানে তুই সুখি, আর আমি নয়? তা নয়...
তোর অংশটুকুর অস্তিত্য ততটাই দামি
যতটা চিন্তন দরকার বোঝার ' আসল-নকল'


তবে যদি সব থাকে ঠিকঠাক
শব্দ জুড়ে কবিতা লেখা কেন?
তা হল তফাত বোঝার
তোর বাড়িতে আছে টিভি, ফ্রিজ
ভালোবাসার লোক, ঝকমকে আলো
আমার সংসার ও চলছে বেশ ভাল...
তবে কি জানিস... তোর ঘর সাজানো
দিএ মিথ্যা আর কিছুতা আড়াল
আর আমি বাঁচি প্রতিটা সময়
চোখে চোখ রেখে এবং রক্ত আমার আজও ঘন লাল।।

(Apology for spelling)