বৃষ্টি তুমি ভেঙ্গে দাও সকল পাষাণে বুক ,  
যেমন রাতের নগ্ন বালিশ চুরমার হয়
   একা একা ।
কারা রক্ত পিশাচি হাঙ্গর -
   সভ্য চাদরে ;
আজ সব জ্বালিয়ে  দেওয়ার পালা ,
আমরা যত দরিদ্র মুখ নিয়ে হাটি  
এত শক্তি কোথায় ?


এবার যত কবির যাত্রা শুরু ,
একমাত্র কলমের মাথায় এ শক্তির সরল সমাধান ;
এখন না হয় সে চেষ্টা করা যাক ।