মাতাল হাওয়ার টানে যত কৃত্রিম রং পড়ে ,
আস্ত পৃথিবীর মতো লজ্জায় মুখ ঢাকে ;
যেখানে প্রথম রাত্রির ইচ্ছে পূরণ ।


এখানে মানুষ নীরব বনো-পশুদের ভয়ে ,
        কিন্তু কেন ?
একটি শব্দ এনে সবাই পালায় ,
       এ লজ্জা কার ?


আমি এখন আর শব্দ ভাঙ্গি না
      ভাঙ্গি রক্ত ।
কোন অপরাধে যৌতুক দেওয়া হয় শরীর
কিছু স্ত্রী নেশা আর আভিজাত্য ;
আমরা পাথর হয়ে যেতে ভালোবাসি ,
তাই চারিদিকে আজ অত্যাচারিদের সাম্রাজ্য ;
কিছু ভোগবিলাস আর কিছু ইজ্জতের লুটপাট ।
        
পাঠক বলো - এ লজ্জা কার ?