আমি মৃতুর চোখে চোখ রাখি ,
ঘুমন্ত আগ্নেয়গিরির উপবাসে ।
মৃত গাছের ডাল যেমনি কথা বলে
অনাথ আকাশের সাথে ;


আমি সেখানেও থাকি -
যেখানে রাত্রি শেষ হয় নিঃসঙ্গ বিধবার পায়ে ;


এ জীবন সুখী :
অবহেলা , অভিমান , অত্যাচারে ;
যা একান্তই তোমার , আমার ।


আজও অন্ধকারে একা নাগরিক
সেই দরিদ্র ল্যাম্পপোষ্ট ,
নারী তুমি এগিয়ে যাও সাথী হবে
         এক পরাজিত কবি ।


আমাকেও হত্যা করা হবে একদিন ,
ঠিক, তোমারি মতো ।
ভেঙ্গে দেওয়া হবে এ হাতের যত কথামালা ,
কিন্তু আমি স্থির আমার পথে ।
এ কবি ভয় পায় না যত কালো শৈবালে
কাণ্ডারী এইবার  হুঁশিয়ার
                        এখানেও কবি আছে ।