এখানে চাঁদ এসে পড়ে যত ফ্যাকাসে শরীরে ,
আর কোনও সংকেত নেই, সকল অভিমান শেষ ;
একদিন ছিলো সে সুখ -
এ পাহাড়ের বুকে চুম্বন করা ,
ঘুমন্ত নদীর স্রোতে হারিয়ে যাওয়া , আর
সব রঙিন অর্কিড ।


সেদিনের মতো আজও এখানে চুড়ুইয়ের বাসা পোড়ে ,
একান্ত সুখে ;
প্রতিটি তাজা চোখের দৃষ্টি যেমন মলিন
আজ ,
তেমনি মেঘাচ্ছান্ন মুখ , এ সাদাসিধে যুবতীর সাজে ;
মসৃণ ভোরের আলোয় কোন হাওয়ার টানে
আজ সব সুত্র এক বিষাদ ।


যৌবন এখনও উঁকি দেয় ,
প্রাচীন দেওয়ালের ফাঁক দিয়ে ;
যেমন সব যোগসূত্র শূন্য ।