গণিকার পায়ে আমি খুঁজে ফিরি ইতিহাস ,
হৃদয়ের শেষ আত্নঘাতি সংলাপ ;
কোন ঘরের কোনে একা বৈপ্লবিক ইজ্জত ,
মৃত্যুর প্রতীক্ষায় -
কোন অঙ্গে বেজে উঠে কামনার গোপন বাঁশি
পঙ্গু পিপীলিকার মতো ।


এখানে চাইলেই কেনা যায় জীবন্ত লাশ ,
খাদক , যখন শকুন ঝাঁপিয়ে পড়ে মাথায় ;
শেষবার উঠাবসা যা পূর্ণ দানবিক প্রকট ।


যত শহুরে শরীর আজ ক্লান্ত
এখন শুধু অগ্রিম নিঃশ্বাস ,
আয়তন কতটা ধরা যায় , যা কিছু সামাজিক ;


এখন বাবুদের চোখ তীক্ষ্ণ বারুদ ,
আর আগুনের নাম নিঃকলঙ্ক যৌবন
যেন ছিঁড়ে খায় সূর্যের সব কোমলতা ।


নখের ক্ষত আরও দৃঢ় ,
যা , শেষ রাতের রাক্ষসী চুম্বন ।