আমার নির্যাতিত প্রেম এক আস্ত রাত বসে থাকে ,
একটুকু সোহাগের অপেক্ষায় -
সন্তর্পণে ভাঙ্গে যা কিছু নিষিদ্ধ প্রাচীর ,
প্রাচীন হৃদয়ের ঘরে ।
কোন অভিযোগ উঠেছিলো সেদিন ,
শূন্য থালার ছাপে :
এ রাতেও লেখা হয় নি ।


আজও স্পষ্ট হাড় পতনের শব্দ ,
ওটা রাজ পথ -
যত বিভৎসতার আদিম কারখানা ,
তাই বলে কি প্রেম হবে না !


কত টুকরো হয়েছিলো হাত আর পা ,
বসন্তের বিকেলে -
বলা কঠিন ।


এখানে সাহস কুড়ুতে পারেনি কেউ ,
প্রেমিক প্রেমিকারাও না ;
সৎ সাহস নিয়েছিলো একজন
ঐ টুকরো হওয়া ছেলেটা ।


এখন বাসরঘরে উঁকি দেয় ,
একা পূর্ণিমার চাঁদ ;
বৃথা খোঁজে ফেরে কি জানি কোন যুবতীর লাশ ।


সব এখন মাত্রাছাড়া অভিমান ,
সময়ের আঁতুড়ঘরে যেমন প্রেম হয় শরীরে শরীরে ।