ঘুমিয়ে আছে খবর বিছানার পাশে ,
নেচে যায় এক টুকরো হৃদয়
নীরবে  নির্বিগ্নে ।


হাত পড়েছে বুকে , পড়েছে মাথায় ,    
আচমকা কেঁদে উঠে এক নদীজল ;
রবি শুয়েছে মেঘে , অনাত প্রান্তরে
কেমন ধাতু গড়ায় বিকৃত উল্কা হতে ।


এখনও নামেনি মানুষ, বাসরের ছাদ ভেঙ্গে ,
কত রূপ লেগেছে , ভ্রমরের পায়ে ;
খবর এখন স্যাতস্যাতে ,
যা কিছু জয়ী হয় রঙিন পর্দায় ।


আজও লজ্জায় মুখ ঢাকে গ্রামীন পথ ,
নিজের কাছে আমরা কি সকলেই সৎ ?