এখানে ওরা বসেছিলো , ঠিক এইখানেই
ছিলো নিঃস্তব্দতায় মাখামাখি আর প্রদীপের গর্জন ;
হঠাৎ নেমে এলো একবিন্দু আকাশ ,
তৈরী হলো সমুদ্র ;
নানাবিধ শৈবাল আর যত পাথরের ছড়াছড়ি ।


যে জীবন দিয়েছে আত্নহুতি , তার কথা আজ থাক ,
সময় এখন প্রেম নিবেদনের ;
যে নক্ষত্র ভেঙ্গেছে ভার বহনের দায়ে ,
তা আরেক সজানো ইতিহাস ।


কোন অপমান মাথায় পড়েছিলো ,
না পাওয়া বৈধ সময়ের গ্লানি ;
যে কটা ঋণ ধরা পড়েছিলো একদিন ,
আজ তার চূড়ান্ত বলিদান ।