দামি চক্রান্তে মুখ পুড়ে ছারখার ,
প্রিয় আত্মারা দূরে আছড়ে পড়ে -
গ্রহ , নক্ষত্রের আঙিনায় ;
তীব্র প্রেম জমে উঠে , বিষাক্ত ক্ষতের ।


কিসের আস্পর্ধা এতো মানবসভ্যতার ,
ছুটন্ত মহাকালের মতো দানবিক প্রকাশ ;
চাইলেই মেলে যত হিমাচল ঘর !
যেমন দৈব অবতার মাঝে মঝে কেনা যায় ।


এখন সবাই উড়ে , যা কিছু অঙ্গ ছাড়া ,
চেনা দায় মাইলফলকের প্রতিশোধ ;
কেন ? উত্তর নেই মাটির এ খাঁচায় ,
এখানে যোগ্যতা অর্জনের লড়াই জন্ম নেয় দিনরাত ।


হাত , পা ভাঙ্গা অলস সব, আশ্রয় নেয় ,
একটু জলবিষ , আর সে চিত্রের আনুসাঙ্গিক পালাবদল ;
যারা আনে বিষ , মা সন্তান , স্ত্রীর এক মধুর মিল -
তবুও , পাশবিক দর্পণ প্রতিষ্ঠা করা ,  
নেহাৎই সমসাময়িক শরীরি বহিঃপ্রকাশ ।