কৃষ্ণবারে বৃষ্টির সাখ্যতায়
যত পাষাণী পথঘাট পশমি মাধুর্যতায় মেতে উঠে ;
উপচে পড়ে জীবন সম্পদ ক্রোধ ,
একা একা পদ্মের অভিসারি সময়ে ।


কোথায় গেছে মায়াবী অন্ধকার ,
মেঘপল্লবের জীবাশ্ম আর ফসিলস ;
এখানে সকল প্রেমের অভিষিক্ত হাওয়া সন্ধ্যায় লুটোপুটি খায় ,
কখনও জন্মের অন্তিম পরীক্ষা হয় নিরলস প্রচেষ্টায় ।


লাশ নিয়ে ঘুমোতে যাওয়া কেনও বারণ !
বহু জাগরণের ভিড়ে ;
মাকড়সার জালে শাঁটা সেদিনের বিকৃত ছবি ,
অনাথ নদীর সাথে যেমন নিঃসঙ্গ মরুভূমি ।


মৃত দাম্পত্যে প্রশ্নবাড়ে আরও অনেক ,
যা অতীত স্থাপত্য , আর ইতিহাসের অমিল ;
বৃষ্টির গর্জনে আজও বরফ নিয়েছে শরীর ,
গণহত্যার খবর যেখানে ফাঁস , চোরাবালির দেহে অন্তিম নিঃশ্বাস ।


ধুমকেতু এবার ঘরে ঘরে উপস্থিত , নিথর যৌবন ;
দেখো আদিমতা কেমন মিষ্টি ও মধুর ।