আমার অস্তিত্ব এখন ভাঙ্গাচোরা সকাল ,
প্রেমোময় কনাগুলি আজ অতীত মুহূর্তকে ডাকে ;
কেন এরূপ উদাসী হওয়া আজ একান্ত আপন ,
সকল পায়ের মাটি কেন এ দেহের অমূল্য সম্পদ ;
এখানে বিনিদ্র রাতে কে এসে বলে যায় -
যুদ্ধের আয়োজন করো , তোমার এখন মৃত্যু অনিবার্য ।


আমি সবকিছু গেঁথে রাখি তোমার কোমল হাতের মতো ,
এ হৃদয় অসমর্থ নূতন প্রেমের সংলাপ বুনতে ,
আজও তোমার বুকফাটানো আর্তনাদ নীরবে বাজে ;
সময় এখন সভ্য থাকার  অন্যায় অবিচারে ,
তাই এ মৃত মস্তিষ্কের আরও একবার পুনরুদ্ধারের চেষ্টা ।