জানালায় বাঁশুরিয়া বাজায় জীবনের কলতান,
যেমন করে আচমকা নেচে উঠে বিরহী সমুদ্র ;
এ সকাল চঞ্চল উদাস পূরবী হওয়ায়,
সময় এখন পাল্টের ফেলার -
যত দুঃখ , গ্লানি , ভয় ।


আজ সব কথা বলা হবে নির্ভয়ী গানে ,
কোথায়ও মেতেছে শকুন ধ্বংসের লীলা খেলায় ;
কোথায়ও নেমেছে রবি , সেই কাণ্ডারির খোঁজে   ,
বাঁশুরিয়া এসব গেঁথে রাখে, আরেক জীবনের নামে ।


এখন শব্দের বিনিময়ে আছে অশেষ মৃত্যু,
কোথায় মাঠ পড়ে যত সভ্যতার কঙ্কালে ;
সময় আজ রঙিন সব অসামাজিক রাতে ,
বরুণ তুমি আকাশ হও এ পৃথিবীর বুকে ।


[ বরুন বিশ্বাস স্মরণে ]