চারিদিক জনবহুল , ঠিক তোমার মতো ,
তোমার অস্তিতের সুভাসে সকল বাঁধার রাজকীয় ম্লান ;
এখানে উঠেছে রক্তচখুও বিষ ,
বিষাদময় ঝিনুকের মতো আরেক আত্নসমর্থন ;
আর তখন আকাশগঙ্গা আচমকা আড়ি পাতে
দরিদ্র গণিকালয়ে ।


তুমি কানেকানে বলে গেলে -
যা কিছু দানবিক প্রেম আর অভিশাপ ;
সবই আজ জাঁকিয়ে বসেছে
পাশবিক পাশাখেলার মতো ,
যেখানে দ্রুপদীর সম্ভ্রম আজও কুণ্ঠিত ।

এ মাতৃরুপী প্রকৃতিও যেমন অবহেলিত ,
সেইরূপ লাঞ্চনা আজ উপহার ;
কতটুকু নেবে তুমি সংগ্রাম ছাড়া -
যেখানে সংখ্যাগরিষ্ঠো যত অমানবিক মন ।