আমার এখন পৃথিবীটা অসীম কাঁচ দিয়ে ঘেরা ,
যেখানে গোপনে তোমার নিত্য পদধূলি কথা বলে ;
কখনও তুমি উড়ে আসো আমার চোখে , মুখে -
আমি দেখি না কিছুই , শুধু ল্যাম্পপোষ্টের আত্নবিলাপ ছাড়া ;
স্পর্শ প্রিয়ো ছলনা তোমার সাজেনা , কারন
তুমি যে সজীব মর্তভূমি ;
কতটুকু রূপ আছে ঐ চোখের তারায় ,
পরাজিত রবি আজও ঝিমিয়ে পড়ে  সেই পোরানো সংলাপে ।
কোথায় তুমি থাকো আমার ঈশ্বরী ?
সারা আকাশ যে আজও অন্ধ হয়ে জিজ্ঞাসা করে -
শুধু তোমার অনুপস্থিতির কারন ,
যা কিছু আজ পরিচিত আমার একান্ত সংলাপ ;
   আরেক পরাজিত কবির জীবন ।