আমি সারা পৃথিবীর বুকে ছুটি
একা , শীত , বসন্ত ভেঙ্গে আরেক সত্যের আশ্রয়ে ;
ন্যায়ের অনশন আজ একান্ত আপন ,
পতিত সীমানায় ,
যত উৎসব এখানে পড়ে দরিদ্র মুখে ;
বৃথা লোক দেখানোর হাতিয়ার ।


কোন অপরাধে আমি আজ বনবাসী ,
এ মানবসভ্যতার আদিম কারখানার চূড়ায় ;
এখানে ফুটে উঠে আঘাত ,
কখনও সন্ধ্যাদীপ , এ শরীরের পাশে -
সকল পাখির গানে যখন আমার অস্তিত্ব ভেসে উঠে ,
তখন নিজের সাথে শুরু সেই পুরনো বিলাপ ।


যা কিছু শুধুই আমার নয় ।