আজ আমার সকল নষ্ট পাপ ,
আমি জমা রেখেছি তোমার দরজায় ;
যেখানে একরাশ বিষণ্ণতা জন্ম নেয় , বাঁকা
চিহ্নে অঙ্কিত অনাথ বনভূমির মতো -
সেখানেই আজ হবে এ কবির শেষ বলিদান ।


আমি যে মুখ দেখিনি আজও একা নিথর রাতে ,
তার কাছেই আমি জমা রেখেছিলাম আমার -
ছোট চাঁদের আরও একটি হৃদয় ;
যা কখনও কাছে আসার নয় ।


এখন অন্তিম যোগ্যতায় ভালোবাসা তৈরী করা হয় ,
কৃত্রিম সব মস্তিষ্কের যা কিছু অবাদ বিচরন ;
যত লজ্জাহীন কাপুরুষতায় এখানে -
মেঘেরাও মুখ লুকায় ,  
শুকনো রক্তের ঘ্রান আজও যেমন
সংখ্যাগরিষ্ঠ ।