চিহ্ন তোমার আজও সকল শিলার পথিক
সোনালি আলোর কোপে আমার মাথা নত ;
এখানে মুখিয়ে আছে সময় পাথরে চোখ রেখে
আমি তোমায় খোঁজী নিষ্ফল ভালোবাসার টানে ।


সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠে তোমার আঙিনায়, তবুও
সবই আজ আমার এক নিঃসঙ্গ সাম্রাজ্য, যেখানে
কোনও চাঁদ উঠে না , থাকে শুধুই নীরবতা ;
আমি সেইখানেই থাকি, আমার আত্নঘাতি জন্মভূমি ।