আমার বসন্তের সকাল
তোমার প্রতীক্ষায় মাথা খুঁটে মরে ;
কতদিন এখানে বৃষ্টি নামে নি ,
এ মস্তিষ্ক বিদীর্ণ করে দেয়নি যত পাখীর কুঞ্জন ।
তুমি কোথায় থাকো সন্ধ্যা , আমার বিজন বনের ময়ূরী
আমার চোখের মণি ;


আমায় কেউ বলেনি তোমার কথা ,
কেন তুমি দূরে , একলা ঘরের কোনে ;
বহু বছর যে দেখিনি তোমায় ,
একলা চোখে চোখে -


তোমায় ছাড়া ভাঙ্গছে আমার সকল দেহমালা ,
তোমার পায়েই দেবো  আজ
যত ভালোবাসার অঞ্জলি গাঁথা ।