সব ট্রেন ছেড়ে এইখানে আসে।
সব সম্পর্ক আসে যাপন পেরিয়ে।
কারশেডে দাঁড়িয়ে ভিজছে আজকের লাস্ট ট্রেন
কাল ভোরে ছেড়ে যাবে সেও।
হাতড়ে হাতড়ে খুঁজছে অন্ধকার আমাকে
আর খুঁজছে সহযাত্রী ফাঁসির আসামী;
ঘুম ভেঙে ভয় পাচ্ছে শিউরে শিউরে ।
হাতের নাগালে ছিল বাঁচা,
মাড়িয়ে থেঁতলে তাকে আয়াস আরামে-
জীবন মেতেছে হায় প্রলাপ খেউরে।