সমুদ্র বন্দর নয়, নয় কোন দারুচিনি দ্বীপে
দেখা হয়েছিল বটে সোশ্যাল সাইটে


কিছু কথা তুমি আমি লিখেছি দেওয়ালে (যেমন দেওয়াল লিখন প্রেমের দোষ !)
বাকি কথা ইনবক্স টেক্সট, সবার আড়ালে


শত শত বিদ্যুৎ চমক ঝরনার জল শুশ্রূষা আর
ট্রেসিং পেপার, এস-টি-ডি কলরেট
বুঝিনি বছর পেরিয়ে কবে ঠিক ঠিক পৌঁছল মঙ্গল যান  
আর যে যেখানে।
তারপর, জানিনা কেমনে
প্যানজিয়া-পাজলে
কি অসহ্য সেই স্ট্যাটাস আপডেট – পছন্দ করার হিড়িক -
তোর লাইফ ইভেন্ট, ‘১৯শে বৈশাখ হল বিয়ের তারিখ’


অপেক্ষার দিনগুলো রাতগুলো পাতাঝরা শীত আষাঢ়ের প্রথম দিবস
ছেড়ে চলে গেল  যেমন নিয়ম মত সব ট্রেন প্লেন টোটো ঠেলাগাড়ি  
                                                   চলে যায়
( ছেড়ে যাওয়াই তো নিয়ম! আশ্চর্য! )
আজ হৃদয় খুঁড়লে কত শতক দশক
দেখি, অশ্রু নয় কান্না নয় জমা আছে চাপ চাপ শোক।